Site icon Jamuna Television

ভারী বৃষ্টিপাতে প্লাবিত মুম্বাই, নিহত ৪

ব্যাপক বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। এ পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জারি হয়েছে রেড অ্যালার্ট। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিঘ্নিত হয়েছে যোগাযোগ ব্যবস্থাও। একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে শহরের সব স্কুল-কলেজ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ এই আবহাওয়ায় গতিপথ পরিবর্তনে বাধ্য হয় অনেক ফ্লাইট। বুধবার বিকেল থেকে শুরু হয় ভারী বৃষ্টি। ৫ ঘণ্টায় গড়ে ২শ’ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। প্রবল বর্ষণে শহরজুড়ে তৈরি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা।

প্রতিবেদনে আরও বলা হয়, তীব্র যানজটে শহরজুড়ে তৈরি হয়েছে অচলাবস্থা। রেলস্টেশন ডুবে যাওয়ায় বিঘ্ন সৃষ্টি হয়েছে ট্রেন চলাচলও। চরম ভোগান্তিতে পড়েছেন শহরের বাসিন্দারা। খোলা ম্যানহোলে পড়ে, ঝর্নায় তলিয়ে ও বজ্রপাতে প্রাণহানির ঘটনাও ঘটেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর।

/এমএইচআর

Exit mobile version