Site icon Jamuna Television

ইরাক থেকে ইসরায়েলে ড্রোন হামলা ইরানপন্থী যোদ্ধাদের

ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আবারও ড্রোন ছুড়লো ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে দেশটির ইলাত শহর লক্ষ্য করে অন্তত দুটি ড্রোন ছোড়া হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীটি। এর মধ্যে একটি ড্রোন ভূপাতিত করা হলেও অপরটি আঘাত হানে শহরের বন্দর এলাকায়।

তেল আবিব জানায়, ড্রোনের আঘাতে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছে অন্তত দু’জন। একজনের বয়স ৬৮ বছর, অন্যজন ২৮ বছর বয়সী যুবক।

লেবাননে ইসরায়েল ভয়াবহ হামলার শুরু পর কয়েক দফায় ইসরায়েলকে লক্ষ্য করে ইরাক থেকে হামলা চালানো হয়েছে। এর আগে, ইসলামিক রেজিস্ট্যান্সের একাধিক হামলার লক্ষ্য ছিলো ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমি।

/এএম

Exit mobile version