Site icon Jamuna Television

সাবেক এমপি ফজলে করিম রিমান্ড শেষে কারাগারে

ফাইল ছবি।

চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে দুইদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয় থেকে ফজলে করিম চৌধুরীকে কারাগারে নেয়া হয়।

এর আগে গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ফজলে করিম চৌধুরীকে দুই দিনের রিমান্ডে পাঠায় আদালত। ২০১৯ সালে মনিরিয়া যুব তাবলীগ কমিটির কার্যালয় ও হেফাজতখানা ভাঙচুর মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।

ইতোপূর্বে আরও চারটি মামলায় সাবেক এই সংসদ সদস্যকে গ্রেফতার দেখানো হয়েছে। গত ১২ সেপ্টেম্বর ভারতে পালানোর চেষ্টাকালে আখাউড়া সীমান্ত থেকে ফজলে করিম চৌধুরীকে আটক করে বিজিবি।

/এমএইচ/এমএন

Exit mobile version