Site icon Jamuna Television

পাঞ্জাবে শিখদের ধর্মীয় উৎসবে গ্রেনেড হামলা, নিহত ৩

ভারতের পাঞ্জাবে শিখদের একটি ধর্মীয় উৎসবে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে ৩ জনের। আহত হয়েছেন অন্তত ৩০ জন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

রোববার স্থানীয় সময় দুপুরে অমৃতসরের আদিলওয়াল গ্রামে এ হামলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্রামের গুরুদুয়ারায় নিরাঙ্কারি সম্প্রদায়ের একটি অনুষ্ঠান চলছিলো। প্রায় আড়াইশ’ মানুষ উপস্থিত ছিলেন এতে। এসময় দুটি মোটরসাইকেলে এসে হামলা চালায় মুখোশধারী দুর্বৃত্তরা। জমায়েত লক্ষ্য করে শুরুতে গুলি ছোড়ার পর গ্রেনেড নিক্ষেপ করে তারা। প্রাথমিকভাবে এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে পুলিশ। রাজ্যজুড়ে জারি করা হয়েছে সতর্কতা। সাধারণ মানুষের ওপর হামলার নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের খুজে বের করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

Exit mobile version