Site icon Jamuna Television

‘খালেদা জিয়া:হার লাইফ, হার স্টোরি’ গ্রন্থের মোড়ক উম্মোচন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন নিয়ে বের করা হলো “হার লাইফ, হার স্টোরি” নামে জীবনীগ্রন্থ। বিকেলে রাজধানীর এক হোটেলে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের নানা উত্থান পতনের পাশাপাশি তার সংগ্রামী জীবনের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন লেখক মাহফুজউল্লাহ।  ৭০০ পৃষ্ঠার এই বইয়ে তিনি তুলে এনেছেন সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবন ও সংগ্রামের গল্প।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা জানান, তার পরিবারের সাথে বেড়ে ওঠার সময় থেকেই খালেদা জিয়া সংস্কৃতি মনা ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে বিবাহিত জীবনেও রাজনীতির নানা বিষয়ে জ্ঞান লাভ করে দলের ক্রান্তি লগ্নে হাল ধরেন তিনি। জীবনের বড় অংশ দেশ ও মানুষের জন্য ব্যয় করেছেন তিনি। এছাড়া তার রাজনৈতিক জীবন বিশ্বের বড় বড় নেতাদের আদর্শিক জায়গার সাথে মিলে যায় বলেও বক্তারা জানান।

Exit mobile version