Site icon Jamuna Television

তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে, ইসিতে আওয়ামী লীগের অভিযোগ

প্রার্থী বাছাইয়ের সাক্ষাৎকারে তারেক রহমানের ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করে বিএনপি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে বলে ইসিতে অভিযোগ জানিয়েছে আওয়ামী লীগ। আজ সন্ধ্যায়  আওয়ামী লীগের প্রতিনিধি দল নির্বাচন কমিশন অফিসে যেয়ে এই অভিযোগ দায়ের করেন।

আওয়ামী লীগের এই প্রতিনিধি দলে ছিলেন সভাপতিমণ্ডলির সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান ,  সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ আরও নেতাকর্মীরা।

ফারুক খান সাংবাদিকদে বলেন, স্কাইপের মাধ্যমে কথা বলে তারেক রহমান সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছে।

Exit mobile version