Site icon Jamuna Television

হত্যা মামলায় নাট্যনির্মাতা রিংকুর জামিন

কলেজশিক্ষার্থী নাইমুর হত্যা মামলায় জামিন পেয়েছেন নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকু। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামির মঞ্জুর করেন।

এর আগে, গত সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে গুলশান থানায় দায়ের হওয়া এই হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। মামলার এজহারে রিংকুর নাম না থাকলেও পুলিশের আবেদনের প্রেক্ষিতে মামলাটিতে তাকে গ্রেফতার দেখানো হয়। পরদিন মঙ্গলবার তাকে ঢাকার সিএমএম আদালতে নিয়ে যাওয়া হয়। এরপর তার আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেন।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ জুলাই বিকেলে প্রগতি সরণিতে শিক্ষার্থীদের মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীর হামলা ও গুলিতে গুলশান ডিগ্রি কলেজের শিক্ষার্থী মো. নাইমুর রহমানসহ অনেকে আহত হন। তাদের বাড্ডার এএমজেড হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাইমুর। এ ঘটনায় পরে শেখ হাসিনাসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা করেন নাইমুরের বাবা খলিলুর রহমান।

/আরএইচ

Exit mobile version