Site icon Jamuna Television

চট্টগ্রামে সেনা সদস্যদের অবরুদ্ধ, বিএনপি-যুবদলের ৪ নেতা বহিষ্কার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রোয়াজারহাটে অস্ত্র ও গোলাবারুদ থাকার সত্যতা যাচাইয়ের জন্য যাওয়া দুই সেনাসদস্যকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। পরে রাঙ্গুনিয়ায় কর্মরত সেনা ক্যাম্পের সদস্যরা তাদের উদ্ধার করেন। গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনায় স্থানীয় যুবদলের ১০ নেতা-কর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ।

এ ঘটনায় রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক মো. মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, রাঙ্গুনিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. গাজী জসিম উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কামাল হোসেন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইছু সওদাগর ও পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী ফরহাদ।

এর আগে, গতকাল ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. পারভেজ (৩৫)। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উত্তর ঘাটচেক এলাকার আবুল কালামের ছেলে এবং স্থানীয় এক যুবদল নেতার ছোট ভাই।

স্থানীয়রা জানায়, রাঙ্গুনিয়া উপজেলা অস্থায়ী সেনা ক্যাম্পের সেনাবাহিনীর গোয়েন্দা দলের দুই সদস্য গোপন সূত্রে সংবাদ পান, রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড রোয়াজারহাট বাজারে মেসার্স গাজী জসিম এন্টারপ্রাইজ নামের দোকানের ভেতরে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। সংবাদের সত্যতা যাচাই ও তথ্য সংগ্রহের জন্য তারা বুধবার বিকেলে ওই প্রতিষ্ঠানে যান। এ সময় গ্রেফতার আসামিসহ অন্যরা তাদের কর্তব্যকাজে বাধা দেয়। একপর্যায়ে সেনাসদস্যদের অবরুদ্ধ করে রাখে। পরে রাঙ্গুনিয়ার অস্থায়ী সেনা ক্যাম্পের সেনাসদস্যরা খবর পেয়ে তাদের উদ্ধার করেন।

/এনকে

Exit mobile version