Site icon Jamuna Television

রাজশাহীতে আ. লীগ কর্মীর হাঁসুয়ার কোপে বিএনপি নেতা নিহত

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইলে দলীয় কোন্দ্বলের জেরে সাদ্দাম হোসেন (৩০) নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ধুরইল ইউনিয়নের পালশা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত উপজেলার ধুরইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। তিনি পালশা গ্রামের আব্দুস সামাদের পুত্র। এ সময় নিহতের বড় ভাই বুলবুল হোসেন গুরুতর আহত হন।

রাজশাহীর মোহনপুর থানার ওসি আব্দুল হাননান জানান, দলীয় কোন্দলের জেরে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হত্যাকারী আওয়ামী লীগ কর্মী একসার আলীকে হাতেনাতে আটক করা হয়েছে। হত্যায় ব্যবহৃত হাঁসুয়াও উদ্ধার করা হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

/এনকে

Exit mobile version