Site icon Jamuna Television

কয়েকদফা ভোট পুনর্গণনার পর সিনেটর হলেন রিপাবলিকান রিক স্কট

কয়েকদফা ভোট পুনর্গণনার পর, ফ্লোরিডার মধ্যবর্তী নির্বাচনের দৌঁড়ে সিনেটর হিসেবে জয়ী হলেন, রিপাবলিকান প্রার্থী রিক স্কট।

রোববার রাজ্য নির্বাচন কমিশন জানায়, ডেমোক্র্যাট সিনেটর প্রার্থী বিল নেলসন থেকে মাত্র শূণ্য দশমিক এক পাঁচ শতাংশ বেশি সমর্থন পেয়ে, সাফল্য পেয়েছেন রিক। ভোটের হিসাবে যা ১০ হাজার। সংবিধান অনুসারে, দুই প্রার্থীর ভোট ব্যবধাণ শূণ্য দশমিক ৫ শতাংশ হলে, পুনরায় ফল বিবেচনা করা হয়। সেই হিসাবে, প্রথমে মেশিনে ও পরে হাতে গণনা করা হয় সিনেটর পদের ভোট। রাজ্যটির গর্ভনর পদের জন্যেও ব্যালট পুনর্গণনা হয়েছে। যাতে, ডেমোক্র্যাট প্রার্থী অ্যান্ড্রু গিলিয়ামকে হারিয়ে জয়ী হন রিপাবলিকান রন ডিস্যান্টিস।

অভিবাসনের জন্য জনপ্রিয় রাজ্য হওয়ায়, ফ্লোরিডায় এবার শক্ত অবস্থান দরকার ছিলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যা, শীর্ষ দুটি পদের মাধ্যমে অর্জিত হলো।

Exit mobile version