Site icon Jamuna Television

ভিনিকে বর্ণবাদী মন্তব্য: সমর্থককে এক বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত।

রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও ভিয়ারিয়ালের সামুয়েল চুকওয়েজিকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করে মায়োর্কার এক সমর্থক। দোষ প্রমাণিত হওয়ায় ওই সমর্থককে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। তবে সেখানে শাস্তি পাওয়া ব্যাক্তির নাম উল্লেখ করা হয়নি।

ভিনির কাছে চিঠি লিখে ক্ষমা চাওয়ায় এবং বৈষম্যবিরোধী কর্মসূচিতে অংশ নেয়ায় ওই সমর্থকের কারাদণ্ডের সাজা স্থগিত রাখা রয়েছে। তবে, তাকে তিন বছরের জন্য ফুটবল স্টেডিয়ামে প্রবেশের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছর মায়োর্কার রাজধানী পালমার সন মোইশ স্টেডিয়ামে এই কাণ্ড ঘটে। দুই সপ্তাহের ব্যবধানে ভিনিসিয়ুস ও চুকওয়েজিকে লক্ষ্য করে বর্ণবাদী আক্রমণ করা হয়। এর আগে ও পরে অনেকবারই বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনি। এ কারণে অনেককে শাস্তির মুখেও পড়তে হয়েছে।

/এমএইচ

Exit mobile version