Site icon Jamuna Television

ধ্বংসস্তুপে পরিণত লেবানন

ফিলিস্তিনের গাজা উপত্যকার পর ইসরায়েলি হামলায় এবার ধ্বংসস্তুপে পরিণত হয়েছে লেবানন। আঘাত হানা ক্ষেপণাস্ত্রে পুড়ছে ফসলি জমিসহ একাধিক বনাঞ্চল। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

লেবানিজ সামরিক বাহিনীর প্রকাশ করা এক ভিডিওতে ফুটে উঠে সেই চিত্র। একের পর এক ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হয়েছে লেবাননের অসংখ্য ভবন, রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। আগুনে পুড়ছে ফসলি জমি। আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসসহ দেশটির সামরিক বাহিনী।

ফিলিস্তিনের পক্ষে বরাবরই সরব ছিল লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তারই জেরে এবার একের পর এক ইসরায়েলি হামলার শিকার হচ্ছে দেশটি।

উল্লেখ্য, সোমবার (২৩ সেপ্টেম্বর) থেকে লেবাননে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। হিজবুল্লাহর প্রায় ৩০০ অবস্থান লক্ষ্য করে চালানো লাগাতার হামলায় নিহতের সংখ্যা আজ ৭শ’ ছাড়িয়েছে। আহত আরও সহস্রাধিক মানুষ।

/এএম

Exit mobile version