Site icon Jamuna Television

দেশের মানুষ দুর্নীতিবাজ-লুটেরাদের ক্ষমতায় দেখতে চায় না: জামায়াত নেতা তাহের

দেশের মানুষ আর দুর্নীতিবাজ-লুটেরাদের ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে আয়োজিত এক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, একটি আন্দোলনের মাধ্যমে দেশ পরিবর্তন হয়েছে। যা পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ছিলো। শেখ হাসিনা দীর্ঘদিন ধরে দুর্নীতি আর ফ্যাসিবাদ কায়েম করেছিলো। মানুষের অধিকার কেড়ে নিয়েছিলো। তাই দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিলো।

এখন মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার সময় এসেছে জানিতে জামায়াতের নায়েবে আমির বলেন, আগামীর বাংলাদেশে কেউ অনিরাপদ থাকবে না। সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অবিলম্বে ফ্যাসিবাদ সরকারের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অপসারণ করে যোগ্যদের দায়িত্ব দিতে বর্তমান সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

এছাড়া, দেশে ইসলামি শাসন কায়েম করার আহ্বান জানান তিনি। নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মানুষের ঘরে ঘরে যেতে হবে, ইসলামের বার্তা দিতে হবে।

/এমএইচ

Exit mobile version