Site icon Jamuna Television

ছাত্রদল ও শিবিরের সংঘর্ষে মামলা হয়নি এখনও

চট্টগ্রাম কলেজে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের ঘটনায় মামলা হয়নি এখনও। দুই দলের সংঘর্ষে ছাত্রদলের ৫ কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। আহতদের অভিযোগ, শিবিরের নেতা পরিচয়ে কলেজের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশরাফ উদ্দিনকে ছাত্রদলের কর্মী সন্দেহে মারধর করে কয়েকজন। এরপর ক্যাম্পাস থেকে বের করে দেয়। এই বিষয়ে অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়ে ফেরার পথে দেড়শো শিবিরের কর্মী দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করে। তবে অভিযোগের বিষয়ে জানার জন্য যোগাযোগ করেও শিবিরের দায়িত্বশীল কারোর বক্তব্য পাওয়া যায়নি।

/এটিএম

Exit mobile version