Site icon Jamuna Television

তিন উইকেটে শতরান পেরোতেই বৃষ্টির চক্করে টাইগাররা

ভারতের বিপক্ষে কানপুর টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। উইকেটে থিতু হয়েও লাঞ্চের পরপরই সাজঘরে ফেরেন নাজমুল শান্ত। তিন উইকেট হারিয়ে কোনোমতে ১০০ পার করে টাইগাররা। এরপরই নামে বৃষ্টি। মেঘ-বৃষ্টির চক্করে মাঠ ছাড়েন ক্রিকেটাররা।

 শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১১টায় টস হেরে ব্যাটিংয়ে নামে শান্ত বাহিনী।

শুরুর ৩০ ওভারে ৮০ রান তুলতেই ৩ উইকেট হারায় টাইগাররা। ওপেনার সাদমান ২৪ রান করে লেগ বিফোর হন। জাকির ২৪ বল খেললেও শূন্য রানেই ফেরেন সাজঘরে।

দুই উইকেটের পতন ঘটনে ক্রিজে আসেন টাইগার অধিনায়ক শান্ত। দেখেশুনেই খেলছিলেন তিনি। তবে ৫৭ বলে অশ্বিনের বলে ৩১ রানে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন টাইগার অধিনায়ক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত খেলা হয়েছে ৩৫ ওভারের। ৮১ বলে ৪০ রান করে ক্রিজে আছেন মুমিনুল হক। ৬ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম।

/এমএইচ

Exit mobile version