Site icon Jamuna Television

বৃষ্টির বাগড়ায় প্রথম দিনের খেলা আগেভাগেই শেষ

ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে। এদিন এক সেশনের খেলা মাঠে গড়ালেও লম্বা সময় বৃষ্টি ধরে হওয়ায় প্রথম দিনের খেলা আগেভাগেই খেলা শেষ হওয়ার ঘোষণা আসে।

মধ্যাহ্নবিরতির পর বল মাঠে গড়ালেও ৯ ওভার শেষে বৃষ্টির তোপে মাঠ ছাড়েন ক্রিকেটাররা। এরপর পরিস্থিতি বুঝে প্রথম দিনে ‘মাঠে আর বল গড়াবে না’ বলে সিদ্ধান্ত দেন অনফিল্ড আম্পায়াররা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে বৃষ্টিতে ম্যাচ শুরু হয় দেরিতে। বাংলাদেশ সময় বেলা ১১টায় টস হেরে ব্যাটিংয়ে নামে শান্ত বাহিনী।

শুরুর ৩০ ওভারে ৮০ রান তুলতেই ৩ উইকেট হারায় টাইগাররা। ওপেনার সাদমান ২৪ রান করে লেগ বিফোর হন। জাকির ২৪ বল খেললেও শূন্য রানেই ফেরেন সাজঘরে।

দুই উইকেটের পতনে ক্রিজে আসেন টাইগার অধিনায়ক শান্ত। দেখেশুনেই খেলছিলেন তিনি। তবে ৫৭ বলে অশ্বিনের বলে ৩১ রানে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন টাইগার অধিনায়ক।

খেলা শেষ হওয়ার আগে পর্যন্ত ৩৫ ওভারে টাইগারদের স্কোরবোর্ডে যোগ হয়েছে ১০৭ রান। ৮১ বলে ৪০ রান করে ক্রিজে আছেন মুমিনুল হক। ১৩ বলে ৬ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম।

/এমএইচ/এমএন

Exit mobile version