Site icon Jamuna Television

মাঠে গড়ায়নি একটিও বল, দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

কানপুর টেস্টে দ্বিতীয় দিনে ঝিরিঝিরি বৃষ্টি এখনও থামেনি। একটি বলও খেলা হয়নি আজ। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৪ মিনিটের দিকে আজকের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।

বাংলাদেশ-ভারত টেস্টের প্রথম দিন বৃষ্টির ফাঁকে খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। কানপুরের আবহাওয়া দ্বিতীয় দিনেও উন্নতি হয়নি। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলাও শুরু করা যায়নি। বৃষ্টি ক্রমেই বাড়ে। যে কারণে ভারতীয় দল গ্রিন পার্ক স্টেডিয়াম থেকে টিম হোটেলে চলে যায়।

সকালে মাঠে এসে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করে টিম হোটেলে ফিরে যান নাজমুল হোসেন শান্তরাও। প্রথম সেশন ভেসে যায় বৃষ্টিতে। এরপর দেয়া হয় লাঞ্চ বিরতি। কানপুরে দ্বিতীয় সেশন মাঠে গড়ানো নিয়ে ছিল অনিশ্চয়তা। হয়েছেও তাই। দ্বিতীয় সেশনের সময়ও মাঠে ছিল সুপার-সপার্স। শেষমেশ অবস্থার উন্নতি না হওয়া দ্বিতীয় দিনের খেলা বাতিল করেন ম্যাচ অফিসিয়ালরা।

বৃষ্টি বাধার আগে প্রথম দিনে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছিল বাংলাদেশ। মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত আছেন।

আগের দিন ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর। টস হেরে ব্যাট করতে নেমে নবম ১৩ ওভারের মধ্যে ২৯ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। এরপর নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হক মিলে গড়েন জুটি। ৫১ রানের জুটির পর ৩১ রান করে আউট হন শান্ত। লাঞ্চের শেষে কিছুটা সময় খেলা হওয়ার পর আলো কমে যাওয়ায় ফের বন্ধ হয় খেলা, এরপরই নামে প্রবল বৃষ্টি। এরপর দীর্ঘ অপেক্ষা শেষে প্রথমদিনের খেলা শেষ করেন আম্পায়াররা।

/এনকে

Exit mobile version