Site icon Jamuna Television

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায়ে আসিয়ানের দেশগুলো কাজ করবে, আশা সেনাপ্রধানের

ছবি: আইএসপিআর

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এবং পরিবেশ রক্ষায় আসিয়ানের দেশগুলো একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে আসিয়ান ঢাকা কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশা প্রকাশ করেন।

বৈশ্বিক উঞ্চতা কমাতে বৃক্ষরোপণের বিকল্প নেই জানিয়ে সেনাপ্রধান বলেন, বনায়ন ধ্বংসের কারণে প্রতিনিয়তই প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, বর্তমানে সব স্থানেই পরিবেশ দূষণ হচ্ছে। বৃক্ষরোপণের মাধ্যমে এর মাত্রা কমিয়ে আনা সম্ভব।

এছাড়া শব্দ দূষণের বিষয়েও সবাইকে আরও সচেতন হতে হবে মন্তব্য করেন সেনাপ্রধান। অনুষ্ঠানে আসিয়ান ঢাকা কমিটির প্রতিনিধিরাসহ কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এনকে

Exit mobile version