Site icon Jamuna Television

তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি গয়েশ্বরের

গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে তারেক রহমানের মামলা প্রত্যাহার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এসব কথা বলেন তিনি। গয়েশ্বর রায়ের অভিযোগ, পূজাকে কেন্দ্র করে এক ধরনের চক্রান্ত করে যাচ্ছে বিদায়ী সরকারের প্রেত্মাতারা।

তিনি জানান, তারেক রহমানের নির্দেশে দলের নেতাকর্মীরা সবাই সজাগ রয়েছে, তারা কোনো চক্রান্ত সফল হতে দিবে না। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বানও জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

/এটিএম

Exit mobile version