Site icon Jamuna Television

সাজা স্থগিত ও জামিন চেয়ে আবেদন করেছেন খালেদা জিয়া

অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া ১০ বছরের সাজা স্থগিত ও জামিন চেয়ে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার দুপুরে চেম্বার আদালতে আপিল আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী।

অরফানেজ মামলায় হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ কপি এখনও প্রকাশ না হওয়ায় ক্রিমিনাল মিসেলিনিয়াস পিটিশন-এর আওতায় এই আপিল করা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি অরফানেজ মামলায় বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে ৫ বছরের কারদণ্ড দিয়েছিলেন। দুদক সাজা বৃদ্ধির আবেদন করলে গত ৩০ অক্টোবর হাইকোর্ট দণ্ড ৫ বছর বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট।

চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছরের দণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা।

Exit mobile version