Site icon Jamuna Television

পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান

ফাইল ছবি।

আগামী ১ নভেম্বর থেকে পলিথিন কারখানায় অভিযান চালানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার হবে।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। বলেন, শিক্ষার্থীরা পলিথিন ব্যবহার বন্ধে উদ্বুদ্ধের কাজ করবে। এছাড়া বিভিন্ন সুপারশপে গিয়ে প্রাথমিকভাবে মনিটর করবে তারা।

সুপারশপ বা বাজারে পলিথিনের ব্যবহার না কমালে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, সিদ্ধান্তের বাস্তবায়ন ধীরে ধীরে হবে না।

উপদেষ্টা রিজওয়ানা বলেন, ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে “একবার ব্যবহৃত প্লাস্টিক” মুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।

/এটিএম

Exit mobile version