Site icon Jamuna Television

সুপারিশ অনুযায়ী তথ্য অধিকার কমিশন পুনর্গঠন করতে হবে: ড. ইফতেখারুজ্জামান

তথ্য অধিকার নিশ্চিতে সুপারিশ অনুযায়ী তথ্য অধিকার কমিশন পুনর্গঠন করতে হবে বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। নাগরিক সমাজের সুপারিশ অনুযায়ী তথ্য অধিকার আইন সংস্কারের কথাও বলেন তিনি।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, সরকারের জবাবদিহিতা নিশ্চিতে তথ্য অধিকারের বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে হবে। কিছু ব্যক্তির পরিবর্তন হলেও সার্বিক সিস্টেমের পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক।

অধিকার আদায়ের সংগঠনগুলো আবারও আক্রান্ত হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। বলেন, দেশ এক কর্তৃত্ববাদ থেকে আরেক কর্তৃত্ববাদের অধীনে যাচ্ছে কিনা তা নিয়েও আশঙ্কা রয়েছে।

/এমএইচ

Exit mobile version