Site icon Jamuna Television

সচিবালয়কে ‘ওয়ানটাইম বা একবার ব্যবহৃত প্লাস্টিক’ মুক্ত করার পরিকল্পনা

ফাইল ছবি।

ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে ‘ওয়ানটাইম বা একবার ব্যবহৃত প্লাস্টিক’ মুক্ত করার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে আগারগাওয়ের পরিবেশ অধিদফতরের এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, পহেলা নভেম্বর থেকে পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চলবে। ধীরে ধীরে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোকান-মালিক সমিতির প্রতিনিধিরাও। তারা অনুরোধ করেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত কেউ না মানলে শুরুতেই যেনো কঠিন পদক্ষেপ না নেয়া হয়। ক্রেতা-বিক্রেতা উভয়কে মোটিভেট করার কথাও বলেন তিনি।

উল্লেখ্য, নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যের মেলা হচ্ছে অধিদফতরে। যা চলবে বিকাল ৫টা পর্যন্ত।

/এমএইচ

Exit mobile version