Site icon Jamuna Television

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ

দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি আইসিসি ও এসিসির বৈশ্বিক আসরগুলোতে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ বেশ জমজমাট আবহের সৃষ্টি করে। চলতি বছরের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। সেই সিরিজের জন্য সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

রোববার (২৯ সেপ্টেম্বর) এসিবির প্রকাশিত সূচি অনুযায়ী  আগামী ৬ নভেম্বর শুরু হয়ে ১১ নভেম্বর পর্যন্ত চলবে এই সিরিজ। প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় একদিনের ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ৯ ও ১১ নভেম্বর। সবগুলো ম্যচই অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই অনুষ্ঠিত হবার কথা ছিলো এই সিরিজের। তবে ব্যস্ত সূচির কারণে সেটি আর সম্ভব হয়নি। যার ফলে তার পিছিয়ে নেওয়া হলো নভেম্বর মাসে।

বর্তমানে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে অবস্থান করছে বাংলাদেশ দল। সেই সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রয়েছে টাইগারদের হোম সিরিজ। আফগানিস্তান সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ। সেখানে খেলবে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি।

/এমএইচআর

Exit mobile version