Site icon Jamuna Television

দিল্লির কোনো গোলামকে আর দেশের জনগণের ওপর রাজত্ব করতে দেয়া হবে না: রিজভী

ফাইল ছবি

দিল্লির কোনো গোলামকে আর বাংলাদেশের জনগণের ওপর রাজত্ব করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে আন্দোলনে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ ও বিএনপির সমাবেশে যোগ দেন তিনি। এ সময় এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশকে অস্থিতিশীল করতে চাওয়া কাউকে ছাড় দেয়া হবে না। আওয়ামী লীগ সরকারের অনিয়ম ও দর্নীতির চিত্র তুলে ধরে বলেন, শেখ হাসিনা সরকার ১৮ লাখ ৩৫ হাজার কোটি ঋণ নিয়েছেন, পাচার করেছে ১৭ লাখ ৩৭ হাজার কোটি টাকা। ঘনিষ্ঠদের কালো টাকা আয়ের সুযোগ করে দিয়েছিলেন, যাতে বিপদে পড়লে তিনি সেই টাকার ভাগ নিতে পারেন।

তিনি বলেন, এখনও যুবলীগ-ছাত্রলীগের হাতে অবৈধ অস্ত্র আছে। অস্ত্র উদ্ধার না হলে তারা আবার হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দেন রিজভী। সমাবেশ শেষে নিহতদের পরিবার ও আহতদের মাঝে উপহার সামগ্রী তুলে দেয় বিএনপি।

/এনকে

Exit mobile version