Site icon Jamuna Television

সম্পত্তি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, ভাই-বোনসহ আটক ৬

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাই-বোনদের বিরুদ্ধে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মিঠুরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সফিকুল ইসলাম বেপারী (৩০)। তিনি ওই গ্রামের কলিম উল্লাহ বেপারীর ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।

এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন– নিহতের ভাই আশিক বেপারী (২৩), রবি উদ্দিন (৪৫), মজনু প্রধানের ছেলে আজিজ প্রধান (২৮), সফি উল্লাহর ছেলে সিমা (৩০), বোন রিনা (৩৮) ও লিপি আক্তার (৩৫)। 

স্থানীয়দের সূত্রে জানা যায়, সফিকুলের সঙ্গে তার ভাই-বোনদের পৈতৃক সম্পত্তি নিতে বিরোধ চলছিল। শনিবার রাতে বাগবিতণ্ডার একপর্যায়ে সফিকুলকে বেধড়ক মারপিট করেন তার ভাই, বোন ও ভগ্নিপতি। এ সময় সফিক গুরুতর আহত হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি রবিউল হক জানান, মরদেহে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটককৃত ৬ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

/এএম

Exit mobile version