Site icon Jamuna Television

আন্দোলনকারীদের ওপর গুলি: ছাত্রলীগ নেতা অনি গ্রেফতার  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি বর্ষণের ঘটনায় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৪’র অধিনায়ক মোঃ আলিমুজ্জামান। এর আগে রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাব জানায়, বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করার অভিযোগে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশাদ আহমেদ অনিকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্র আন্দোলনে গুলি করার একটি ভিডিও ভাইরাল হয়। এই ভিডিও ফুটেজ পর্যালোচনা করে র‍্যাব তাকে গ্রেফতারে অভিযানে নামে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ছাত্রলীগ নেতা অনির বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানায় মামলা রয়েছে। সেই মামলার ২৩ নম্বর আসামি তিনি। গ্রেফতার অনিকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

/আরআইএম

Exit mobile version