Site icon Jamuna Television

বন্যা থেকে বাঁচতে ছাদ থেকে ছাদে লাফ দিচ্ছে নেপালিরা

ভয়াবহ বন্যা আর ভূমিধসে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার দেশ নেপাল। বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় এক ছাদ থেকে আরেক ছাদে লাফ দিয়ে জীবন বাঁচাচ্ছেন স্থানীয়রা। রোববার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, টানা দুইদিন ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এখন-ও নিখোঁজ রয়েছে ৬২ জন। বৃষ্টির কারণে দেশটির বিশ্ববিদ্যালয় ও স্কুলের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপাকে পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। এমন অবস্থায়, আগামী তিনদিন স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

এদিকে, রাজধানী কাঠমান্ডুর কিছু জায়গায় প্রায় ৩২২.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ফলে, বাঘমাতি নদী পানি বিপৎসীমার ২.২ মিলিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে কমপক্ষে ২ হাজার নাগরিককে। কর্তৃপক্ষের শঙ্কা, আরও বাড়তে পারে প্রাণহানির সংখ্যা। বন্যার পানিতে এখনও নিখোঁজ অর্ধশতাধিক। চলছে সর্বাত্মক উদ্ধার অভিযান। 

/এআই

Exit mobile version