Site icon Jamuna Television

কানপুর টেস্ট: বড় ইনিংসের লক্ষ্যে ব্যাটিং শুরু করবে বাংলাদেশ

কানপুর টেস্টে প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। এরপর টানা দুইদিন বৈরী আবহাওয়ার পাশাপাশি আউটফিল্ডে পানি জমে থাকায় মাঠে গড়ায়নি একটিও বল। সোমবার (৩০ সেপ্টেম্বর) চতুর্থ দিনে আবারও ব্যাটিং শুরু করবে বাংলাদেশ। ক্রিজে আছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক।

৩৫ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১০৭ রান। এখন পর্যন্ত সর্বোচ্চ ৪০* রান এসেছে মুমিনুলের ব্যাটে। ভারতের পক্ষে ২টি উইকেট তুলে নিয়েছেন আকাশ দিপ। বাকি উইকেটটি নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

উল্লেখ্য, চেন্নাইতে অনুষ্ঠিত দু’দলের মধ্যকার প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে রয়েছে ভারত।

/এমএইচআর

Exit mobile version