Site icon Jamuna Television

আশুলিয়ায় আজও বন্ধ রয়েছে ১৮ পোশাক কারখানা

আশুলিয়া শিল্পাঞ্চলে অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছে শ্রমিকেরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে উৎপাদন চলছে। তবে আজও বন্ধ রয়েছে ১৮টি পোশাক কারখানা। যার মধ্যে ১১ অনির্দিষ্টকালের জন্য বন্ধ; বাইক সাতটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শিল্প পুলিশ জানায়, সচল কারখনাগুলোতে শ্রমিকরা সকালেই যোগ দিয়েছেন। অধিকাংশ কারখানায় উৎপাদন চলছে। তবে বকেয়া বেতনের দাবিতে, আশুলিয়ার বাইপাইল এলাকায় বার্ডস ও ঢংলিওন নামের দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। এ সময় তারা ‘নবীনগর-চন্দ্রা মহাসড়ক’ অবরোধ করে রাখে। শিল্পাঞ্চলের নিরাপত্তা দিতে র‍্যাব, পুলিশ, বিজিবি ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে।

গাজীপুর শিল্পাঞ্চলের কর্ম পরিবেশ উন্নতি হচ্ছে। আজও বন্ধ ৪টি কারখানা। গতকাল বন্ধ থাকা ৫টি কারখানায় সকাল থেকে উৎপাদন শুরু হয়েছে। শিল্প পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন স্বাভাবিক।

/এনকে

Exit mobile version