Site icon Jamuna Television

গণফোরামে যোগ দিলেন সাবেক ১০ সেনা কর্মকর্তা

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম দল গণফোরামে যোগ দিলেন সাবেক ১০ সেনা কর্মকর্তা। আজ সোমবার বিকালে মতিঝিলে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।

যোগদানকারী সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা লেফট্যানেন্ট কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর পিএসসি, এমবিএস, লেফট্যানেন্ট কর্নেল (অব.) অধ্যাপক শেখ আকরাম আলী পিএইচপি, লেফট্যানেন্ট কর্নেল (অব.) মো. শহীদুল্লাহ পিএসসি, এমডিএস প্রমুখ।

যোগদান অনুষ্ঠানে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রিয় নেতা অ্যাডভোটেক সুব্রত চৌধুরী, মফিজুল ইসলাম খান কামাল, আ অ ম শফিকউল্লাহ, জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।

সুব্রত চৌধুরী বলেন, দেশের কঠিন এ সময়ে দলকে আরও শক্তিশালী করার জন্য সাবেক সামরিক কর্মকর্তারা যোগ দিয়েছেন।

Exit mobile version