Site icon Jamuna Television

তারেক রহমানের স্কাইপ আলোচনা আচরণবিধি লংঘন নয়: ইসি সচিব

নির্বাচন কমিশন সচিব হেলালউদ্দীন আহমেদ বলেছেন, দলের মনোনয়ন বোর্ডের সভায় স্কাইপের মাধ্যমে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আলোচনায় অংশ নেয়ার বিষয়টি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নয়।

আজ সোমবার কমিশনের এক বৈঠকের পর ইসি সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদেরকে এ কথা বলেন।

তিনি জানান, আওয়ামী লীগের পক্ষ থেকে তারেকের স্কাইপ আলোচনার বিষয়ে দায়ের করা অভিযোগ নিয়ে কমিশনের বৈঠকে আলোচনা হয়েছে। তাতে কমিশন সিদ্ধান্তে এসেছে এটি আচরণবিধি লংঘন করে না।

ইসি সচিব আরও জানান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি নির্বাচনী পোস্টারে ব্যবহার করা যাবে, এতে আইনি কোনো বাধা নেই। এটা রাজনৈতিক দলের নিজস্ব ব্যাপার।

সারাদেশে প্রত্যেক উপজেলায় ১ জন করে নির্বাাহী ম্যাজিস্ট্রেট দেয়া হয়েছে জানিয়েছে ইসি সচিব বলেন, সকল রাজনৈতিক দলকে চিঠি দিয়েছি যার যার প্রচারণা সম্পর্কিত পোস্টার-ব্যানার সরিয়ে ফেলতে। যারা সরাবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version