Site icon Jamuna Television

লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল ফ্রান্স

লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। রোববার (২৯ সেপ্টেম্বর) রাজধানী প্যারিসে রাস্তায় নামে কয়েক হাজার ফরাসি নাগরিক। খবর আনাদোলু এজেন্সির।

ফ্রান্স ও লেবাননের পতাকা হাতে বিক্ষোভে নামেন তারা। এসময় তাদের হাতে দেখা যায় যুদ্ধবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড। কারও কারও হাতে দেখা যায় নাসরাল্লাহর ছবিও।

লেবানিজদের প্রতি ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানানো হয়। তারা বলেন, লেবাননের সাধারণ মানুষের প্রতি পূর্ণ সমর্থন আছে তাদের। যেকোনো মূল্যে যুদ্ধ বন্ধের দাবি জানান তারা।

ইউরো নিউজের খবর অনুযায়ী, লেবাননের শহর সিডনে সাম্প্রতিক ইসরায়েলি হামলার পর এই বিক্ষোভ হয়, যাতে কমপক্ষে ২৪ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের ক্রমাগত বোমাবর্ষণে দেশটিতে কমপক্ষে ১শ’ জন নিহত এবং আরও ৩শ’ ৫০ জন আহত হয়েছেন।

/এএম

Exit mobile version