Site icon Jamuna Television

পটুয়াখালী-১ আসনে জাপা মহাসচিবের মনোনয়ন ফরম সংগ্রহ

পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী-১ (সদর,মির্জাগঞ্জ, দুমকী) আসন থেকে জাতীয়পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

আজ সোমবার বেলা আড়াইটার সময় সদর উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা লতিফা জান্নাতির কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক খায়রুর আলম মামুন মহাসচিবের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। অন্যান্যদের মধ্যে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির মাহমুদ সেলিম, যুগ্ম সাধারন সম্পাদক মশিউর রহমান রেজা, সাংগঠনিক সম্পাদক আলীম আকন, সহসভাপতি মিরাজুল হক মিন্টুসহ জেলা উপজেলার নেতৃবৃন্দরা।

Exit mobile version