পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী-১ (সদর,মির্জাগঞ্জ, দুমকী) আসন থেকে জাতীয়পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
আজ সোমবার বেলা আড়াইটার সময় সদর উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা লতিফা জান্নাতির কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক খায়রুর আলম মামুন মহাসচিবের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। অন্যান্যদের মধ্যে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির মাহমুদ সেলিম, যুগ্ম সাধারন সম্পাদক মশিউর রহমান রেজা, সাংগঠনিক সম্পাদক আলীম আকন, সহসভাপতি মিরাজুল হক মিন্টুসহ জেলা উপজেলার নেতৃবৃন্দরা।

