Site icon Jamuna Television

পাকিস্তানে সাবেক স্বামী পুনরায় বিয়ে করায় বাড়িতে আগুন দিলেন নারী

তিন বছর আগে, দাম্পত্য জীবনে ঝগড়ার জেরে স্বামী আদনান প্রথম স্ত্রী সালেহাকে তালাক দিয়েছিলেন। পাঞ্জাবের গুজরানওয়ালায় প্রাক্তন স্ত্রীর কাছে খবর আসে তার স্বামী পুনরায় বিয়ে করেছেন। এই তথ্য তিনি ভালোভাবে নিতে পারেননি তিনি। তাই, অনেকটা ক্ষোভের বশে তিনি সাবেক স্বামীর ঘরে দেন আগুন জ্বালিয়ে।

এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। সোমবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানায়।

পুলিশ জানিয়েছে, ওই নারীর দেয়া আগুনে তার সাবেক স্বামীর ভাই দগ্ধ হয়ে আহত হয়েছেন এবং তার জিনিসপত্র ও নববিবাহিত দম্পতির ঘরেও আগুন লেগে যায়।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে তিনি পুনরায় বিয়ে করেন এবং রোববার তার বউভাতের অনুষ্ঠান ছিল এবং এ সময় রাতের আঁধারে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে। 

/এআই

Exit mobile version