Site icon Jamuna Television

ভারতে মদ খেয়ে মাতাল চিকিৎসক রোগীর মাথায় সুঁচ রেখেই করলেন সেলাই ও ব্যান্ডেজ

বলা হয়ে থাকে চিকিৎসক ঈশ্বরের আরেক রূপ! তবে জীবন বাঁচানোর সেই চিকিৎসক যদি মদ খেয়ে মাতাল হয়ে চিকিৎসা করেন এবং ভুল করে বসেন, তাহলে প্রশ্ন উঠতেই পারে চিকিৎসকের দায়িত্ব নিয়ে। ভারতের উত্তরপ্রদেশে হয়েছে এমন এক অদ্ভুত ঘটনা।

ক্ষত সারাতে ১৮ বছরের এক তরুণীর মাথায় সেলাই করেছিলেন হাপুরে সরকারি হাসপাতালের এক ডাক্তার। তবে চিকিৎসার পর মাথার ভেতরেই থেকে যায় সূচ।

চিকিৎসার পর মাথায় ব্যান্ডেজ লাগিয়ে বাসায় ফেরেন সেই তরুণী। তবে, কিছুক্ষণ পরেই ব্যাথা ছটফট করতে থাকেন তিনি। ব্যাথা না কমায় পুনরায় সেই হাসপাতালে যান তিনি। পরে, কর্তব্যরত আরেক চিকিৎসক সেই তরুণীর মাথায় ব্যান্ডেজ খুললে দেখতে পান সেলাই করার পর ডাক্তার সেই সূচ তুলতে ভুলে গেছেন। ফলে, সূচটি তরুণীর মাথায়-ই রয়ে যায়।

এ ঘটনার পর, তরুণীর পরিবারের অভিযোগ, ডাক্তার মদ খেয়ে মাতাল হয়ে চিকিৎসা করেছেন। তাই, এমন গুরুতর ভুল করেছেন তিনি।

/এআই

Exit mobile version