Site icon Jamuna Television

ইতোকে ছয় মাসের নিষেধাজ্ঞা দিলো ফিফা

স্যামুয়েল ইতো

ফিফার আচরণবিধি ভাঙায় ক্যামেরুনের কিংবদন্তি ফুটবলার স্যামুয়েল ইতোকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। এ শাস্তির কারণে আগামী ছয় মাসের মধ্যে ক্যামেরুন জাতীয় দল থেকে বয়সভিত্তিক পর্যায়ের যেকোনো দলের ম্যাচে উপস্থিত থাকতে পারবেন না তিনি।

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, ১১ সেপ্টেম্বর কলম্বিয়ার বোগোতায় অনূর্ধ্ব–২০ নারী বিশ্বকাপের শেষ ষোলোয় ব্রাজিল-ক্যামেরুন ম্যাচে দুটি অভিযোগের ভিত্তিতে ইতোকে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ম্যাচটি ৩–১ গোলে জিতেছিল ব্রাজিল।

রেকর্ড চারবারের আফ্রিকার বর্ষসেরা ফুটবলার ইতো ঠিক কী কী আচরণবিধি ভেঙেছেন তা খোলাসা করে জানায়নি ফিফা। তবে সংস্থাটির শৃঙ্খলা কমিটির বিবৃতিতে বলা হয়, অফিশিয়ালদের সঙ্গে অসদাচরণ এবং ন্যায্য খেলার মৌলিক নীতিগুলো লঙ্ঘন ও আক্রমণাত্মক ব্যবহারের কারণে ইতোকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

২০২১ সাল থেকে ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ৪৩ বছর বয়সী ইতো।

/এনকে

Exit mobile version