Site icon Jamuna Television

গার্মেন্টসে ছড়ানো অস্থিরতায় উসকানি দিচ্ছে একটি গ্রুপ: শ্রম উপদেষ্টা

ফাইল ছবি

গার্মেন্টসে ছড়ানো অস্থিরতায় একটা গ্রুপ উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সচিবালয়ের এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, সাভারে একজন নিহতের ঘটনায় শ্রমিকদের ভেতর থেকেই প্রথম কেউ গুলি ছুঁড়েছিলো। এরপরই সহিংস হয়ে ওঠে পরিস্থিতি। তার অভিযোগ, গুজব ছড়িয়ে শ্রমিকদের আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি দাঁড় করানো হয়। পরিস্থিতি শান্ত করতে, পাল্টা গুলি ছুঁড়তে বাধ্য হয় পুলিশ।

পোশাক শ্রমিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, নিহতের পরিবারকে ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হয়েছে। এছাড়া যারা গুজব ছড়িয়েছে তাদেরকে চিহ্নিত করার কাজ চলছে।

উপদেষ্টা বলেন, যেসব কারখানার মালিক বেতন দিচ্ছে না তাদের জবাবদিহিতার মুখোমুখি করা হবে। চাপ প্রয়োগের মাধ্যমেই বকেয়া বেতন আদায় করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষের সহযোগিতা দরকার বলেও মন্তব্য করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা।

/এমএইচ

Exit mobile version