Site icon Jamuna Television

ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত হাসপাতালে

ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত-কে হৃদরোগ সংক্রান্ত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে (৩০ অক্টোবর) হৃদরোগ সংক্রান্ত সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। রজনীকান্তের স্ত্রী লাথা বলেছেন, এখন তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

প্রায় এক দশক আগে সিঙ্গাপুরে কিডনি প্রতিস্থাপন করিয়েছিলেন এই সুপারস্টার। সম্প্রতি, স্বাস্থ্যের অবনতিকে কারণ হিসেবে দেখিয়ে রাজনীতি থেকেও বেরিয়ে এসেছেন ৭৬ বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেতা। 

উল্লেখ্য, ‘ভেট্টিয়ান’ সিনেমার মধ্য দিয়ে ১৭০তম সিনেমা তৈরির রেকর্ড গড়তে চলেছেন সুপারস্টার রজনীকান্ত। 

/এআই

Exit mobile version