Site icon Jamuna Television

সাকিবকে কোহলি-পান্তের ব্যাট উপহার

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের একেবারে শেষ বেলায় বাংলাদেশের ক্রিকেটের সেরা তারকা সাকিব আল হাসান। ইতোমধ্যে টি-টোয়েন্টিতে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। কানপুরে খেলার আগেই টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। চলতি মাসে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেই ক্রিকেটের কুলীন সংস্করণকে বিদায় জানাতে চান তিনি।

তবে টাইগার অলরাউন্ডারের সেই আশা পূর্ণ হওয়া এখন জটিলই বটে। যদিও বা, মিরপুরে খেলার ‍সুযোগ মেলে তবে বিদেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট এটি। আর তাইতো বাংলাদেশের কিংবদন্তিকে ক্রিকেটারকে ‘ট্রিবিউট’ জানালেন ভারতের কিংবদন্তি ব্যাটার ভিরাট কোহলি।

ম্যাচশেষে দুই দলের ক্রিকেটাররা মাঠের মধ্যে অপেক্ষা করছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য। সেসময় ড্রেসিং রুম থেকে ভারতের তারকা ব্যাটার কোহলি ব্যাট হাতে বেরিয়ে আসেন। সেই ব্যাট উপহার হিসেবে পাওয়ার পর কিছুটা অবাকই হন সাকিব। এরপর তার কাঁধে হাত রেখে খোশগল্পে মেতে ওঠেন কোহলি। এরপর ভারতের উইকেটরক্ষক-ব্যাটার রিশাভ পান্তও সাকিবকে ব্যাট উপহার দেন।

২০০৭ সালে সাকিবের টেস্ট অভিষেক হলেও কোহলি চার বছর পর সাদা পোশাকে প্রথম ম্যাচ খেলেন। টেস্টে পরে এসেও বাংলাদেশি ব্যাটারের চেয়ে বেশি টেস্ট খেলে ফেলেছেন তিনি। মঙ্গলবার ম্যাচ শেষে সাকিবকে শ্রদ্ধা দেখিয়ে প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে পারস্পরিক সম্প্রীতি ও সম্মানকে তুলে ধরলেন কোহলি। এরপর সাকিবকে সম্মাননা স্মারক উপহার দেন কানপুরে যাওয়া বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকরা।

বিদেশের মাটিতে শেষ টেস্টে দুই ইনিংসে সাকিব নিয়েছেন চার উইকেট। যার সবগুলোই প্রথম ইনিংসে। ব্যাট হাতে হতাশই করেছেন তিনি। লম্বা সময় ধরেই ব্যাটে রান নেই তার। কানপুরেও পারেননি ভালো করতে। দুই ইনিংস মিলিয়ে করেন ৯ রান। দ্বিতীয় ইনিংসে খুলতে পারেননি রানের খাতাই।

কানপুর টেস্ট শুরুর আগের দিন আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে অবসরের পরিকল্পনা জানান সাকিব। টেস্ট তিনি ছাড়তে চান চলতি মাসে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে। তবে দেশে ফিরে নিরাপত্তা ও এরপর দেশত্যাগের নিশ্চয়তা না পেলে কানপুরেই সমাপ্তি টানার ইঙ্গিতও দেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা তারকা।

/আরআইএম

Exit mobile version