Site icon Jamuna Television

থাইল্যান্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন তিন শিক্ষকসহ ১৯ শিশু

থাইল্যান্ডে স্কুলের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাসে থাকা ১৯ জন শিক্ষার্থী এবং তিনজন শিক্ষক সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন বলে জানিয়েছে দেশটির পরিবহন মন্ত্রী। বুধবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কিছু দূরে এ দুর্ঘটনা ঘটে। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, আগুনে ওই বাসটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রচণ্ড তাপের কারণে তদন্ত কর্মকর্তারা ওই গাড়িটির ভেতরে প্রবেশ করতে পারেননি।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতোংতার্ন শিনাওয়াত্রা জানিয়েছেন যে দুর্ঘটনার ফলে হতাহত হয়েছে – তবে মৃত্যুর সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, সামনের টায়ার ফেটে যাওয়ার পর বাসটি ব্যাংককের ঠিক উত্তরের মহাসড়ককে গিয়ে বিধ্বস্ত হয়। উত্তরাঞ্চলীয় উথাই থানি প্রদেশে একটি ফিল্ড ওয়ার্ক শেষ করে ফেরার সময় শিক্ষার্থী এবং শিক্ষকদের বহনকারী তিনটি বাসের মধ্যে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। আহত ১৯ জনের মধ্যে আটজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

/এআই

Exit mobile version