Site icon Jamuna Television

‘সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আ. লীগ নেতাদের ভারতে পালানোর বিষয় খতিয়ে দেখছে র‍্যাব’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আওয়ামী লীগ নেতাদের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখছে র‍্যাব। এমনটা জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।

বুধবার (২ অক্টোবর) সকালে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে করা ব্রিফিংয়ে সাবেক মন্ত্রী-এমপিদের ভারতে পালিয়ে যাওয়ার ব্যাপারে প্রশ্ন করলে তিনি এ কথা বলেন।

ছাত্র-জনতার ওপর র‍্যাব গুলি করেনি জানিয়ে লে. কর্নেল মুনিম ফেরদৌস জানান, ৫ আগস্ট পরবর্তী বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ১ হাজার ১৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। সিসি ফুটেজ বিশ্লেষণ করে ছাত্র-জনতার উপর হামলাকারীদের চিহ্নিত করা হচ্ছে বলেও জানান তিনি।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, এখনও অনেকে বৈধ অস্ত্র জমা দেয়নি। সেসব অস্ত্র উদ্ধারে র‍্যাবের অভিযান চলমান রয়েছে।

/এমএইচ

Exit mobile version