Site icon Jamuna Television

বাড়লো এলপি গ্যাসের দাম

ফাইল ছবি

চলতি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

সেপ্টেম্বর মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৪২১ টাকা। তার আগের মাসে ছিল ১ হাজার ৩৭৭ টাকা।

এ ছাড়াও, ৫.৫ কেজি ৬৫৭ টাকা, ১২.৫ কেজি ১৫১৭ টাকা, ১৫ কেজি ১৮২০ টাকা, ১৬ কেজি ১৯৪১ টাকা, ১৮ কেজি ২১৮৪ টাকা, ২০ কেজি ২৪২৬ টাকা, ২২ কেজি ২৬৬৯ টাকা, ২৫ কেজি ৩০৩৩ টাকা, ৩০ কেজি ৩৬৪০ টাকা, ৩৩ কেজি ৪০০৪ টাকা, ৩৫ কেজি ৪২৪৬ টাকা ও ৪৫ কেজি ৫৪৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

একইসঙ্গে, অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৬ টাকা ৮৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

/এএস

Exit mobile version