Site icon Jamuna Television

পুলিশের গাড়ি ভাঙচুরকারী সেই হেলমেটধারী আটক

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের গাড়ি ভাঙচুরকারী সেই হেলমেটধারীকে আটক করেছে ডিবি পুলিশ। ১৪ নভেম্বর মনোনয়ন ফরম বিতরণের সময় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেই সময় ওই হেলমেটধারী পুলিশের গাড়ি ভাঙচুর করে। বিভিন্ন মিডিয়ায় তখন তার ছবিও ছাপানো হয়েছিলো।

ডিবি সূত্র জানায়, আটক হেলমেটধারীর নাম এইচ কে হাসান আলী ওরফে হৃদয় খান। মির্জা আব্বাসের সাথে মিছিল করে তিনি বিএনপির কার্যালয়ে আসেন। হৃদয় খান ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত আছেন বলে দাবি করেন ডিবি পুলিশ।

ওই দিনের সংর্ঘষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা দায়ের করা হয়। মামলায় মির্জা আব্বাসসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়।

Exit mobile version