Site icon Jamuna Television

সমবায় ব্যাংকের স্বর্ণ কেলেঙ্কারি: লকারের অবস্থা জানতে ভিড় করছেন অনেকেই

সমবায় ব্যাংক থেকে স্বর্ণ গায়েবের ঘটনায় গ্রাহকরা উদ্বিগ। অনেকেই বন্ধক রাখা স্বর্ণ ফিরিয়ে নিতে ভিড় করছেন কার্যালয়ে। ব্যাংক কর্তৃপক্ষ বলছেন, লকার থেকে স্বর্ণ গায়েবের ঘটনা অনেক পুরানো। এটি একটি প্রতিষ্ঠানের স্বর্ণ। এর সাথে সাধারণ গ্রাহকদের জমা রাখা স্বর্ণের কোনো সম্পর্ক নেই।

প্রায় ৫ বছর আগে ২০২০ সালে সমবায় ব্যাংকের লকার থেকে গায়েব হয়ে যায় ১২ হাজার ভরি স্বর্ণ। ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি গোপন রাখলেও সম্প্রতি বিষয়টি সামনে আসে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফের এক বক্তব্যে। এতে শুরু হয় তোলপাড়।

আর উদ্বিগ্ন হয়ে পড়েন সাধারণ গ্রাহকরা। ব্যাংকে বন্ধক রাখা স্বর্ণ ফিরিয়ে নিতে ভিড় করছেন অনেকেই। জমা রাখা স্বর্ণের পরিমাণ ঠিক আছে কি না তা যাচাই করতে আসছেন কেউ কেউ।

ব্যাংকটির কর্মকর্তারা বলছেন, সংবাদ প্রচারের পর উদ্বিগ্ন গ্রাহকদের ভিড় বেড়েছে কার্যালয়ে। বন্ধক রাখা স্বর্ণ ফিরিয়ে নেয়ার পরিমাণ বেড়েছে।

সমবায় ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ঝর্ণা প্রভা দেবি বলেছেন, সাধারণ গ্রাহকের স্বার্ণের সাথে গায়েব হওয়া স্বর্ণের কোনো সম্পর্ক নেই। তাদের স্বর্ণ সম্পূর্ণ নিরাপদ আছে।

ব্যাংকটিতে সাধারণ গ্রাহকের স্বর্ণ জমা আছে ১২ হাজার ৩৩৬ ভরি। এর বিপরীতে ব্যাংকের বিনিয়োগ ৩০ কোটি ১২ লাখ টাকা।

/এমএন

Exit mobile version