Site icon Jamuna Television

বাংলাদেশি ক্রিকেটারদের ট্রল করে ভারতীয় সমর্থকদের মিম

ছবি: সংগৃহীত

ভারত সফরের আগে দারুণ কিছুর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কণ্ঠে ছিল আত্মবিশ্বাস। কেননা, কদিন আগেই যে পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে ধবলধোলাই করে এসেছে বাংলাদেশ দল। ভারত সফরের আগেও তাই জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন অধিনায়ক শান্ত। তবে ভারতের সামনে মুখ থুবড়ে পড়ে টাইগাররা। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বাংলাদেশ হারে ২৮০ রানে। এরপর কানপুর টেস্টে সর্বসাকুল্যে আড়াই দিনও খেলা হয়নি। অথচ এই অল্প সময়ের মধ্যেই ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ দল।

বাংলাদেশ দলের এমন পারফরম্যান্সের পর ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে হাস্যরস। ট্রলের শিকার হচ্ছে টাইগার ক্রিকেটাররা। মজার মিমস এবং ভিডিও বানিয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের পার্থক্য বোঝাচ্ছে তারা।

এক ভিডিওতে দেখা যায়, স্বপ্ন দেখা ভালো কিন্তু স্বপ্ন নিয়ে চেষ্টা করতে থাকো এবং স্বপ্ন নিয়ে ঘুমিয়ে থাকো।https://x.com/VishalMalvi_/status/1841033800077189596

আরেক মিমসে দেখা যায়, বাংলাদেশের ক্রিকেট দলের লোগো থেকে কান্না মুখে বাঘ দৌঁড়ে পালিয়ে যাচ্ছে, আর ছবিতে লেখা যখন কেএল রাহুল ব্যাটিংয়ে এসে আক্রমণ করে।

আরেকটি মিমস ভিডিওতে দেখা যায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি লাগিয়ে একজন ব্যাক্তি ভারতের জয়ের পর উল্লাস মুখর অবস্থায় মেন ইন ব্লু’দের ড্রেসিংরুমে প্রবেশ করছেন।

আরেকটি মিম ভিডিওতে দেখা যায়, সাকিব আল হাসান বাবর আজমকে বলছে হারার পরেও বুক উঁচু করে আছো কেন? জবাবে বাবর বলেন, জিতছে কে? সাকিব উত্তরে নাজমুল হোসেন শান্তকে দেখান। জবাবে বাবর বলেন, আমার বাবা জিতছে… তাহলে কি আমি গর্ব করবো না। এরপরই শাহিন আফ্রিদি বাবরের সাথে হ্যান্ডশেক করে বলেন, সঠিক উত্তর।

ভারতীয় সমর্থকদের ট্রলের জবাব দেয়ার সুযোগ অবশ্য এখনও আছে বাংলাদেশের সামনে। তবে সেটা করতে আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টিতে দারুণ কিছু করে দেখাতে হবে ক্রিকেটারদের। বাংলাদেশি সমর্থকরা আপাতত সেটি দেখার অপেক্ষায়।

/আরআইএম

Exit mobile version