Site icon Jamuna Television

ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা হুতির

হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে। ফাইল ছবি

ইরানের পর এবার ইসরায়েলে হামলা করলো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। ইসরায়েলের মূল ভূখণ্ডের বেশ কয়েকটি সামরিক স্থাপনা ও মিলিটারি পোস্ট টার্গেট করে রকেট ছোড়ে গোষ্ঠীটি।

হামলায় ব্যবহার করা হয় ৩টি কুদ্স-ফাইভ উইয়ংড রকেট। বুধবার (২ অক্টোবর) টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে বিষয়টি নিশ্চিত করে হুতি মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

তাদের দাবি, সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে রকেটগুলো। তারা ধারণা করছে, বেশ ক্ষয়ক্ষতি হয়েছে টার্গেটেড এলাকাগুলোতে। ইসরায়েলজুড়ে সামরিক অভিযান বৃদ্ধির হুঁশিয়ারিও দেন হুতি মুখপাত্র।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নিয়মিত ইসরায়েল লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুতি। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর হুতিও চালালো এই রকেট হামলা।

/এএম  

Exit mobile version