Site icon Jamuna Television

হাজার কোটি টাকা তারল্য সহায়তা পেলো দুর্বল ৫ ব্যাংক

প্রতীকী ছবি।

দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সরবরাহ করছে সবল ছয়টি ব্যাংক। এখন পর্যন্ত দুর্বল ৫টি ব্যাংককে এক হাজার কোটি টাকা যোগান দেয়া হয়েছে। তারল্য সংগ্রহ করা ব্যাংকগুলো হলো, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও ইসলামী ব্যাংক।

এই ঋণের গ্যারান্টর হিসেবে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। আলোচনার ভিত্তিতে এই ঋণের সুদ হার নির্ধারিত হচ্ছে। তবে, সবল ব্যাংকগুলো এই ঋণের টাকা ফেরত চাইলে তিন দিনের মধ্যেই তা ফেরত দেবে বাংলাদেশ ব্যাংক।

এদিকে, কোনো ব্যাংক চাইলেও ঋণের পরিমাণ নির্ধারণ করতে পারবে না। কোন ব্যাংক কত টাকার তারল্য সহায়তা পাবে তা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করছে।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য যোগান দিতে সবল ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। এরই প্রেক্ষিতে, দুর্বল ব্যাংকগুলোকে অর্থের যোগান দেয়া শুরু হয়েছে।

/আরএইচ

Exit mobile version