Site icon Jamuna Television

হারিকেন হেলেনের তাণ্ডবে প্রাণহানি বেড়ে ১৬৬

হারিকেন হেলেনের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট প্রাণহানি গিয়ে ঠেকলো ১৬৬ জনে। মৃতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা উদ্ধারকর্মীদের। আজ বুধবার (২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

হারিকেন হেলেনের তীব্রতায় লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা, ফ্লোরিডাসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য। শক্তিশালী স্রোতের তোড়ে ভেসে গেছে অসংখ্য ঘরবাড়ি। ক্ষতিগ্রস্থ হয়েছে গাছপালা, রাস্তাঘাট ও বৈদ্যুতিক খুঁটি।

উদ্ধার কাজে হেলিকপ্টার, নৌযান নিয়ে নিয়োজিত রয়েছে অভিজ্ঞ উদ্ধারকারী বাহিনী। নদ-নদীর পানি ভয়ংকর রুপ ধারণ করায় দুর্গম এলাকায় যেতে বেগ পেতে হচ্ছে তাদের। খাবার ও পানি সরবরাহ ব্যাহত হচ্ছে অঞ্চলগুলোতে।

/এএম

Exit mobile version