Site icon Jamuna Television

কুষ্টিয়ায় সাড়ে দশ কোটি টাকার ভারতীয় এলএসডি উদ্ধার

কুষ্টিয়া করেসপনডেন্ট:

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার গোবিন্দপুর হাইওয়ে রোডে থাকা একটি বাসে তল্লাশি চালিয়ে ৫০ এমএল এর ২০ বোতল ভারতীয় এলএসডি উদ্ধার করেছে বিজিবি।

আজ বুধবার (২ অক্টোবর) বেলা আড়াইটার দিকে বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমানের কাছে থাকা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পিরোজপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে এ অভিযান চালানো হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত এলএসডির আনুমানিক মূল্য দশ কোটি চল্লিশ লক্ষ টাকা। উদ্ধারকৃত এলএসডির ব্যাপারে মিরপুর থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

/এমএইচ

Exit mobile version